Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
এফিডেভিটের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ ঘোষণা।
বিস্তারিত

বাল্যবিয়ে প্রতিরোধে জেলা প্রশানসন, গাইবান্ধার বিস্তারিত কর্মসূচি: আগামী ১৬ ডিসেম্বর ২০১৬ খ্রিস্টাব্দ তারিখে মহান বিজয় দিবসের প্রাক্কালে গাইবান্ধা জেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করার লক্ষ্যে গত কয়েকদিন আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী ০৫ আগস্ট ২০১৬ তারিখ্যে বাল্যবিয়ে প্রতিরোধে একটি কর্মসূচি ঘোষণা করা হয়। গত কয়েক দিনে সরকারি-বেসরকারি বিভিন্ন মহলের ব্যাপড় সাড়া ও বিশেষ করে সিটিজেন জার্নালিস্টদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারের ফলে উক্ত কর্মসূচি বাংলাদেশে বাল্যবিয়ে রোধে এক নতুন ইতিহাস সৃষ্টি করতে চলেছে। বিস্তারিত কর্মসূচি নিম্নরূপ: ০৫ আক্টোবর ২০১৬, সকাল ১০:০০টা ক) বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক মানববন্ধন খ) লাখো কণ্ঠে একযোগে শপথ পাঠ গ) বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ (৫০০০০ কপি) কেন্দ্রীয়ভাবে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় ০৫ আক্টোবর ২০১৬, সকাল ১০:০০টায় মানববন্ধন করা হবে। একই সাথে উপস্থিত সকলে মিলে বাল্যবিয়ে প্রতিরোধের শপথ পাঠ করা হবে। অতঃপর জেলা প্রশাসকের কার্যালয়, বাস টার্মিনাল, স্টেশন রোড ও পৌরপার্কসহ শহরের বিশেষ বিশেষ জায়গায় সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হবে। সকল কর্মসূচির শুভ উদ্বোধন করবেন গাইবান্ধা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মো: আব্দুস সামাদ মহোদয়। কেন্দ্রীয় প্রোগ্রামের সাথে সামঞ্জস্য রেখে সকল উপজেলা ও ইউনিয়ন পরিষদে একই কর্মসূচি পালন করা হবে। ইতোমধ্যে সকল উপজেলা পরিষদে প্রয়োজনীয় সংখ্য প্রচারপত্র সরবরাহ করা হয়েছে। উপজেলা থেকে প্রচারপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে সকল বালিকা বিদ্যালয়ে পৌঁছে দেয়া হবে। বাল্যবিয়ে প্রতিরোধে সম্পৃক্ত জেলা ও উপজেলা পর্যায়ের সকল প্রতিষ্ঠানকে এ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। বিশেষ করে আমরা চাই আগামী ০৫ অক্টোবর ২০১৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০:০০টায় সমগ্র গাইবান্ধার সকল মানুষ নিজ নিজ অবস্থান থেকে একযোগে বাল্যবিয়ে প্রতিরোধে শপথ পাঠ করবেন। এ ব্যাপারে ব্যাপক প্রচারণার প্রয়োজন। জনস্বার্থে সকলকে এই পোস্টটি শেয়ার করার জন্য অনুরোধ করা হলো। জেলা প্রশাসনের এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য জেলার সকল সরকারি, বেসরকারি দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুধীসমাজ, ইউডিসি উদ্যোক্তা ও বিশেষ করে রুরাল সিটিজেন জার্নালিস্ট- যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেলা প্রশাসনকে বিভিন্ন তথ্য প্রদান করে সহযোগিতা করে থাকেন তাদের সকলকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। রুরাল সিটিজেন জার্নালিস্টদের স্বেচ্ছাসেবী হিসেবে উপজেলা ও ইউনিয়ন পরিষদকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো। অপনাদের সকলের সরব উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ আমাদের কর্মসূচি সফল করতে সহযোগেতা করবে। জনসেবায় জেলা প্রশাসন!!!

 

এরই ধারাবাহিকতায় সাদুল্লাপুর উপজেলাধীন ১১নং খোর্দ্দ কোমরপুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার সকাল ১০.০০ ঘটিকা থেকে র‍্যালীর ও লিপলেট বিতরন কর্মসুচি পালন করতে যাচ্ছে আপনারা সকলেই আমন্ত্রিত।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
04/10/2016