ফেসবুকের মাধ্যমে নাগরিক সেবা প্রদানে শেষ্ঠ জেলার স্বীকৃতি পেল জেলা প্রশাসন, গাইবান্ধা:
স্বীকৃতি যে কোনো কাজের ক্ষেত্রে মানুষকে আরও বেশি উৎসাহী ও উদ্যমী করে তোলে। মাননীয় মুখ্য সচিব স্যার, মাননীয় মন্ত্রিপরিষদ সচিব স্যার ও মাননীয় সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ এই এওয়ার্ড প্রদানের সাথে সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি জেলা প্রশাসন, গাইবান্ধার অতি ক্ষুদ্র প্রয়াসকে স্বীকৃতি প্রদানের জন্য। জেলা প্রশাসন, গাইবান্ধার এই অর্জনের পেছনে যারা সারাক্ষণ নিরলস পরিশ্রম করেন, তাদের সবাইকে জেলা প্রশাসন, গাইবান্ধার পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি।
স্বল্প সময় ও খরচে দ্রুত সাগরিক সেবা প্রদানে নতুন নতুন উদ্ভাবন সৃষ্টিতে জেলা প্রশাসন, গাইবান্ধা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এই স্বীকৃতি আমাদের উত্তম চর্চাসমূহকে আরও বেগবান করতে আনেক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
সংশ্লিষ্ট সকলকে আবারও অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস